মন্তব্য
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের শ্রম উপমন্ত্রী ইহাব আল-গুসেইন নিহত হয়েছেন। এর আগে দখলদারদের হামলায় তার স্ত্রী ও মেয়েরাও প্রাণ হারিয়েছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম কান টিভিওতেও ইহাব আল-গুসেইন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। খবর সিএনএন।
খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ইহাব আল-গুসেইনসহ চারজন নিহত হন।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এরপর থেকে টানা দশ মাসে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজার সব মানুষ।
বিডি২৪অনলাইন/আই/এমকে