সাতক্ষীরায় মমতাজ খাতুন নামে ৩ মাস বয়সী এক শিশুর লাশ তার বাড়ির পাশে পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। পুলিশের কাছে তিনি তার সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।
রোববার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মমতাজ খাতুনের লাশ উদ্ধার করা হয়। এর আগে একইদিন দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সদর উপজেলার পৌরসভার রইচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সুরাইয়া ইয়াসমিন রইচপুর এলাকার মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী। স্থানীয়রা জানায়, সুরাইয়া ইয়াসমিনের তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। এর আগে তিনি তার নিজের ছেলেকে দু’বার খাবারের সাথে বিষ খাইয়ের হত্যার চেষ্টা করেছিল।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মাজরিয়া হোসাইন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করায় তার মাকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ হত্যাকান্ডের ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে