প্রাইভেটকার তল্লাশিতে মিললো ৫ লাখ টাকার ভারতীয় মদ

শেরপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪

শেরপুরে নালিতাবাড়ীতে  বিভিন্ন ব্র্যান্ডের ১৩৩ বোতল ভারতীয় মদসহ  একজনকে আটক করা হয়েছে। সোমবার (৮ জুলাই) উপজেলার সীমান্তঘেষা পোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এ মদ জব্দ করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক ব্যক্তির নাম মোকসেদ আলী। তিনি নালিতাবাড়ী উপজেলার উত্তর শিমুলতলা গ্রামের  হাছেন আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ধোপাকুড়া বাজার সড়কে অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়।  সেই  প্রাইভেটকারে তল্লাশিকালে ৭৫০ এস.এল এর রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রীন ব্লেন্ডারস প্রাইড সিগনেচার হুইস্কি নামের ভারতীয় ১৩৩ বোতল মদ পাওয়া যায়। এ ঘটনায় প্রাইভেটকারটির চালক মোকসেদ আলীকে আটক করা হয়। 

জেলা গোয়েন্দার (ডিবি) ওসি নাঈম মোহাম্মদ নাহিদ বলেন,  মোকসেদ আলী পুলিশকে জানিয়েছে- সে সীমান্তঘেষা এলাকা থেকে মদ কিনে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোকসেদ আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/রাকিবুল আওয়াল পাপুল/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর