চার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে ওবায়দুল কাদেরের রুদ্ধদ্বার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৪

হঠাৎ চার মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়ে বৈঠক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটাবিরোধী আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনের পর এ রুদ্ধদার বৈঠক হয়। বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটা বিস্তারিত জানা যায়নি। তবে বৈঠকে কোটা আন্দোলন প্রসঙ্গ ছিল বলে আভাস পাওয়া গেছ।

সোমবার ( জুলাই) দুপুরে রাজধানী ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনের পর দপ্তরে চলে যান তিনি। সেখানেই এ বৈঠক হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা ছিলেন।

এদিকে সংবাদ সম্মেলনে  ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে।  বিএনপি প্রকাশ্যে এবং তাদের সমমনারাও আন্দোলনের ওপর ভর করেছে, সাপোর্ট করেছে প্রকাশ্যেই। এখানে কারা যুক্ত আছে, কোনো ষড়যন্ত্রের অংশ কি না- সেটা  সময়ের পরিবর্তনে পরিষ্কার হয়ে যাবে।  সেটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর