আন্দোলন সফলে কোটা বিরোধীদের সমন্বয়ক টিম গঠন

নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলত সফল করতে ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে এ  টিম গঠন করা হয়।

সোমবার ( জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি জানানো হয়েছে। এ টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন - নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, মো. মাহিন সরকার, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, আদনান আবির, জামান মৃধা, মোহাম্মদ সোহাগ মিয়া, নুসরাত তাবাসসুম (শামসুন্নহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), রাফিয়া রেহনুমা হৃদি (বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), মুমতাহীনা মাহজাবিন মোহনা (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), আনিকা তাহসিনা (রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), উমামা ফাতেমা (সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), আলিফ হোসাইন, কাউসার মিয়া, আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), রাসেল আহমেদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), আসাদুল্লাহ আল গালিব (শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো: তৌহিদ আহমেদ আশিক (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) এবং সাবিনা ইয়াসমিন (ইডেন মহিলা কলেজ)। এছাড়াও সহ সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বেশ কয়েকজন। সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর