আলোচনায় বাধা সৃষ্টি করছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৪

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অবসানে ক্রমবর্ধমান আলোচনায় কোনও সহায়তা করা হচ্ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আলোচনায় বাধা সৃষ্টি করছেন। এমন অভিযোগ উত্থাপন করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠা হামাস।  এ হামাসের সঙ্গেই যুদ্ধ বেঁধেছে ইসরায়েলের। খবর সংবাদমাধ্যম আল জাজিরা।

হামাসের বিবৃতির বরাত দিয়ে খবরে বলা হয়েছে- গাজায় যা ঘটছে তার বিপর্যয়কর পরিণতি হিসেবে আলোচনা প্রক্রিয়াকে পুনরায় নতুন করে শুরু করার জায়গায় নিয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া।  ইসরায়েলি সামরিক বাহিনীর সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের বিষয়ে মধ্যস্থতাকারী কাতার এবং মিসরের সাথেজরুরি যোগাযোগকরেছেন ইসমাইল হানিয়া।

ওদিকে ইসরায়েলি বাহিনী গাজার আশপাশের এলাকার বাসিন্দাদের আবারও উচ্ছেদের আদেশ জারি করেছে। ফলে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন। পৃথক বিবৃতিতে হামাস বলছে, চুক্তিতে পৌঁছানোর সব প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

মূলত ইসরায়েলি আগ্রাসনে গাজার ২৩ লাখ ফিলিস্তিনির বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন। এদের মধ্যে লাখ লাখ ফিলিস্তিনি তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন। এদিকে ইসরায়েলি বাহিনী ইতোমধ্যেই তাঁবুতেও হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে এখন পযন্ত ইসরায়েল কমপক্ষে ৩৮ হাজার ১৯৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া তাদের হামলায়  আহত হয়েছেন প্রায় ৮৮ হাজার মানুষ।

বিডি২৪অনলাইন/আই/এমকে

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর