আন্দোলন করে কোটা বাতিল করা যাবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৪

রাজপথে আন্দোলন বা চেঁচামেচি করে বা বকা-বাদ্য করে কোটা বাতিল করা যাবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নেই, সিদ্ধান্ত নেবেন আদালত।

মঙ্গলবার ( জুলাই) রাজধানী ঢাকায় সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, এটা নিরসনের সঠিক জায়গা হলো- তাদের পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। অবশ্যই আপিল বিভাগ সব পক্ষ শুনবেন এবং একটা ন্যায়বিচার করবেন। এটাই আমাদের প্রত্যাশা আর এটাই হবে বলে আমার মনে হয়।

কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হতে চাওয়ার শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন বলে জানান আইনমন্ত্রী। বলেন. তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আশা করব, তারা আন্দোলন প্রত্যাহার করবেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর