পিতৃত্বকালীন ছুটির নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৪

ফাইল ছবি

দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি বিষয়ে নীতিমালা কেন করা হবে না, সেটা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।  এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার ( জুলাই) বিচারপতি নাইমা হায়দার বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

মামলার বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত জুলাই ছয় মাস বয়সী নুবাইদ বিন সাদী তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইশরাত হাসান নিজেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ।

রিটে দেশের সব প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চাওয়া হয়েছে। বলা হয়েছে, প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কাসহ ৭৮টির বেশি দেশে পিতৃত্বকালীন ছুটি থাকলেও আমাদের দেশে পিতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর