বুধবার (১০ জুলাই) সারা দেশে সর্বাত্মক সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকদিন ধরে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও চাকরি প্রত্যাশীরা।
সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী বুধবার দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এ ব্লকেডের আওতায় থাকবে।
কর্মসূচি ঘোষণাকালে সব সমন্বয়ককে সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বাংলা ব্লকেড কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
বিডি২৪অনলাইন/এন/এমকে