বুধবার সারাদেশে সর্বাত্বক ‘বাংলা ব্লকেড’

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৪

বুধবার (১০ জুলাই) সারা দেশে সর্বাত্মক সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করবে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( জুলাই) সন্ধ্যায়ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকদিন ধরে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও চাকরি প্রত্যাশীরা।

সর্বাত্মকবাংলা ব্লকেডঅনুযায়ী বুধবার দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে।  পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও ব্লকেডের আওতায় থাকবে।

কর্মসূচি ঘোষণাকালে সব সমন্বয়ককে সব বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বাংলা ব্লকেড কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর