মন্তব্য
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে হাসপাতাল রোড থেকে তাদের আটক করা হয়।
আটকরা- সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনোয়ারা খাতুন ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন।
র্যাবের বরাত দিয়ে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, অস্ত্রপাচার সংক্রান্ত গোপন খবরের ভিত্তিতে কলারোয়া সদর হাসাপাতালের সামনে অবস্থান নেয় র্যাবের একটি দল। সেখানে সীমান্ত এলাকা থেকে আসা একটি সন্দেহজনক মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ওয়ানগান শুটারগ্যানসহ আনোয়ারা খাতুন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বুধবার আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে