বাংলাদেশকে বাণিজ্যিক ঋণ সহায়তা দেবে চীন

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৪

বাংলাদেশে ক্রমবর্ধমান বিনিয়োগ করতে চায় চীন। বাংলাদেশকে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ বাণিজ্যিক ঋণ সহায়তা দেবে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতাকলে এ কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সময় জিনপিং বলেছেন, বাংলাদেশকে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ বাণিজ্যিক ঋণ সহায়তা দেবে চীন।

বুধবার (১০ জুলাই) বিকালে গ্রেট হল অব দ্য পিপলে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শি জিনপিং। এ সময় তিনি আরও বলেন, চীনের একটি টেকনিক্যাল কমিটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে খুব শিগগিরই ঢাকায় যাবে।

বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী . হাছান মাহমুদ। তিনি এসব তথ্য জানিয়ে বলেন, বৈঠকটি অনেক ফলপ্রসূ হয়েছে।

চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন।  বলেন, সমস্যা সমাধানে বাংলাদেশকে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তার দেশ। প্রয়োজনে মিয়ানমার সরকার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর