রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ বিক্রি ও শিকার করা দায়ে দুইজনকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত হোসেন আলী হাওলাদারের ছেলে মো. রুস্তুম হাওলাদার (৬০), উত্তর উত্তমপুর এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. হেমায়েত হোসেন (৪৫)।
এর আগে বৃহস্পতিবার সকালে বাইপাসমোড়ে জাটকা ইলিশ বিক্রি ও দুপুরে বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা শিকার করার সময় স্থানীয় মৎস্য বিভাগের লোকজন তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি জাটকা ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
আবু সায়েম আকন/ এমকে