ভালোবেসে শেকলে বেঁধেছেন হাত!

২৬ মার্চ ২০২১

ভালোবাসার প্রমাণ দিতে তিন মাসের জন্য শিকলে নিজেদের হাত বেঁধে নিয়েছেন তরুণ যুগল আলেক্সান্দার কুদলে এবং ভিক্তোরিয়া পুস্তোভিতোভা। তারা ইউক্রেনের খার্কিভ শহরে থাকেন।

এ বছর তারা ভালোবাসা দিবস ব্যতিক্রমী উপায়ে উদযাপনের সিদ্ধান্ত নেন। ১৪ ফেব্রুয়ারি এই যুগল কিয়েভে ভ্রমণ করেন। সেখানে দেশটির জাতীয় রেকর্ড রেজিস্টারের এক প্রতিনিধির মাধ্যমে নিজেদের হাতে শিকল পরিয়ে নেন।

শিকলটি সিলগালাও করে দেওয়া হয়। আগামী তিন মাস এক মুহূর্তের জন্যও পরস্পর থেকে বিচ্ছিন্ন হচ্ছেন না এই প্রেমিক-প্রেমিকা। ঘুমানো থেকে শুরু করে গোসল করা, এমনকি শৌচকর্ম পর্যন্ত একসঙ্গেই সারবেন তারা।


মন্তব্য
জেলার খবর