হেঁটে ও সিএনজিতে সংসদে যেতে হয়েছে ইইউ রাষ্ট্রদূতকে

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৪

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি হেঁটে সিএনজিতে চড়ে জাতীয় সংসদে গেছেন। বুধবার (১০ জুলাই) সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড চলাকালে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাঁকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ইইউ রাষ্ট্রদূত। ভিডিওতে তাঁকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে হেঁটে নিচে নামতে দেখা যায়। এরপর সিএনজিচালিত অটোরিকশায়  চড়ে সংসদে পৌঁছান তিনি।

ভিডিওর ক্যাপশনে হোয়াইটলি উল্লেখ করেন,  আমরা প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছি। সিএনজি ব্যবহার করে স্পিকারের ডাকে সাড়া দিয়েছি।

বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ করার কথা ছিল বলে জানা গেছ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও চাকরি প্রত্যাশীরা। তারই অংশ হিসেবে বুধবার  সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করে তারা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর