গেল জুন মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৮০১ জন নিহত হয়েছেন। সেই হিসাবে প্রতিদিন প্রায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এ মাসে সড়ক দুর্ঘটনায় তিন হাজার ২৬৭ জন আহত হয়েছেন। চলতি বছরের পাঁচ মাসের মধ্যে জুনে সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ মারা গেছেন। এ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৭টি। বুধবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সমিতির হিসাবে, জুন মাসে সড়ক দুর্ঘটনায় শিকার যানবাহনের মধ্যে বড় একটা অংশ মোটরসাইকেল। ২১৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২২ জন নিহত ও এক হাজার ৯৩ জন আহত হয়েছেন এ মাসে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকাতে। ১৩৩টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ২১৪ জন আহত হয়েছেন এ বিভাগে।
এছাড়া এ মাসে রেলপথে ৪৬টি ও নৌপথে ৯টি দুর্ঘটনা ঘটেছে। রেলপথে দুর্ঘটনায় ৪২ জন নিহত, ৯ জন আহত এবং নৌপথে দুর্ঘটনায় ১২ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে