জুনে সড়কে প্রতিদিন প্রাণহানি ঘটেছে ২৭ জনের

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৪

গেল জুন মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৮০১ জন নিহত হয়েছেন। সেই হিসাবে প্রতিদিন প্রায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এ মাসে সড়ক দুর্ঘটনায় তিন হাজার ২৬৭ জন আহত হয়েছেন। চলতি বছরের পাঁচ মাসের মধ্যে জুনে সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ মারা গেছেন। এ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৫৭টি। বুধবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সমিতির হিসাবে, জুন মাসে সড়ক দুর্ঘটনায় শিকার যানবাহনের মধ্যে বড় একটা অংশ মোটরসাইকেল। ২১৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২২ জন নিহত ও এক হাজার ৯৩ জন আহত হয়েছেন এ মাসে। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকাতে। ১৩৩টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ২১৪ জন আহত হয়েছেন এ বিভাগে।

এছাড়া এ মাসে  রেলপথে ৪৬টি ও নৌপথে ৯টি দুর্ঘটনা ঘটেছে। রেলপথে দুর্ঘটনায় ৪২ জন নিহত, জন আহত এবং নৌপথে দুর্ঘটনায় ১২ জন নিহত সাতজন আহত হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর