মন্তব্য
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (১০ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন জানান, চেয়ারম্যান পদ প্রার্থী কুদ্দুস আলী, শফিউল ইসলাম সোহাগ, কামাল হোসেন, আসাদুজ্জামান নান্নু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদেএখন ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহষ্পতিবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৭ জুলাই এ উপনির্বাচন হবে। এ ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৬২৬ জন।
বিডি২৪অনলাইন/ এএইচ/সি/এমকে