পরিকল্পিতভাবে গোটা জাতিকে ইস্যুপ্রেমি বানানোর চেষ্টা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৪

সরকার পরিকল্পিতভাবে গোটা জাতিকে একটা ইস্যুপ্রেমি বানানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, এজন্য একেক সময় একেক ঘটনা ঘটাচ্ছে।

বুধবার (১০ জুলাই) রাজধানী ঢাকার রামপুরায় একটি মাদরাসায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।  বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সময় সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ঘুমায়  কিনা- সেই প্রশ্ন তোলেন রিজভী।  

রিজভী বলেন, যখন বিসিএসের পরীক্ষার, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, গোয়েন্দা বিভাগ তখন কী করে? তারা কি দিনের বেলায় ঘুমায়? না হলে এত দুর্নীতি হয় কী করে?

দেশের বুক চিরে ভারতের রেললাইন নিয়ে যাবে, সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য কাজগুলো করা হচ্ছে বলে জানান রিজভী। বলেন, সীমান্তে যখন দেশের নাগরিকদেরকে হত্যা করা হয়,তখন সরকার কোনো প্রতিবাদ করে না, নিশ্চুপ হয়ে যায়। সেই দেশের স্বার্থে   দেশের ভেতর দিয়ে রেলের করিডোর দেওয়া হচ্ছে।

রিজভী বলেন, প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবিলা করতে এ দেশের জমিনকে ব্যবহার করতে চাচ্ছে।  সে কারণে সরকার জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিচ্ছেন নিজেদের অপকর্ম ঢাকার জন্য, দেশবিরোধী সব চুক্তি করার জন্য। তাই কখনো সামনে আসছে আজিজ কাণ্ড,  বেনজীর কাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভার কাণ্ড, কখনো দেখছি মতিউর কাণ্ড- একের পর এক কাণ্ড  দেখতে পাচ্ছে দেশের মানুষ।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর