ক্রিকেট মাঠ ও মাটির বিশেষজ্ঞ কিউরেটর টনি হেমিং তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন। দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের জুলাই মাসে বিসিবিতে যোগ দিয়েছিলেন তিনি।
বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার চলে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। বিসিবিতে যোগ দেওয়ার পর সিলেট, চট্টগ্রামে বেশ কয়েকটি সিরিজের মাঠ প্রস্তুত করে প্রশংসাও কুড়িয়েছিলেন কিউরেটর।
বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী হেমিং প্রসঙ্গে বলেন, তিনি বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন। তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদের ক্রিকেট অবকাঠামো উন্নত করতে সহায়তা করেছে। ধন্যবাদ জানানোর পাশাপাশি হেমিংকে ভবিষ্যতের জন্যও শুভকামনা জানিয়েছেন নিজামউদ্দিন।
বিডি২৪অনলাইন/এস/এমকে