মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের সম্পূর্ণভাবে হটিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শানের গুরুত্বপূর্ণ শহর নাউংছো’র নিয়ন্ত্রণ নিয়েছে জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা ও যোদ্ধাবাহিনীর প্রধান জেনারেল তার ভোনে কিয়াও এ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন। খবর এএফপি
মিয়ানমার ও চীনের সীমান্তবর্তী প্রদেশ নাউংছো অন্যতম একটি বাণিজ্যিক কেন্দ্র। এ দুই দেশের মধ্যকার অধিকাংশ বাণিজ্য এ শহরে হয়ে থাকে। শহরটিতে মিয়ানমারের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি অভিজাত প্রশিক্ষণ কেন্দ্রও আছে।
এদিকে দখলের বিষয়ে ক্ষমতাসীন জান্তার মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলো যুদ্ধ শুরু করে। এরপর থেকে গত ৭ মাসে জান্তাদের হটিয়ে দেশটির এক পঞ্চমাংশের ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা।
বিডি২৪অনলাইন/আই/এমকে