সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে অনেকেই কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানী ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এ ধরনের আন্দোলন হলে ঘোলা পানি তৈরির লোকের অভাব হয় না।
আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রসমাজ তাদের কু-মন্ত্রণা কানে নেবেন না। এটা যেহেতু মীমাংসার পথে চলে গেছে, ব্লকেড প্রত্যাহার করে ফিরে যাবেন তারা।
ছাত্ররা ফিরে না গেলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কি না— এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা শিক্ষিত, মেধাবী। তারা কেন রাষ্ট্রের বিরুদ্ধে যাবে। নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে ফিরে যাবেন তারা। তবে অগ্নিসংযোগ, ধ্বংস বা জানমালের নিশ্চয়তার অভাব হলে, অনৈতিকভাবে কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না।
বিডি২৪অনলাইন/এন/এমকে