পঞ্চগড়ে একরাতে পাঁচ গরু চুরি

পঞ্চগড় প্রতিনিধি
১২ জুলাই ২০২৪

পঞ্চগড়ে একরাতে কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে পাঁচ গরু চুরি করা হয়েছে।  সদর উপজেলার শুড়িভিটা এলাকার মোজাহারুলের বাড়িতে ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর মূল্য আনুমানিক তিন লাখ টাকা।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান গরু চুরির বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গরুগুলো গোয়ালে রেখে ঘুমাতে যান কৃষক মোজাহারুল। পরের দিন সকালে ঘুম থেকে উঠার পর চুরির বিষয়টি টের পান তার পরিবারের সদস্যরা।

তবে অন্য দিনের তুলনায় এদিনে তারা ঘুম থেকে দেরিতে জাগা পান। তাদের ধারণা, গরুগুলো পিকআপ গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর অপারেশন জানান,গরু চুরির বিষয়টি কেউ জানায়নি থানায়।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর