গুরুদাসপুরে ইমামের রাজসিক বিদায়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১২ জুলাই ২০২৪

নাটোরের গুরুদাসপুরে আব্দুল মোতালেব হোসেন নামের এক ইমামকে রাজসিকভাবে বিদায় জানিয়েছেন স্থানীয় মুসল্লীরা। বার্ধক্যজনিত স্বেচ্ছায় অবসর নিয়েছেন এ মাওলানা।

আব্দুল মোতালেব হোসেন ৩৫ বছর সুনামের সাথে নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় কাচারিপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। শুক্রবার (১২জুলাই)  জুম্মার নামাজের পর তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় মুসল্লীরা।

এলাকাবাসী জানায়, নামাজের পর মসজিদ প্রাঙ্গন থেকে তাঁকে সজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর সঙ্গে ছিল মোটরসাইকেল শোভাযাত্রা। এলাকাবাসীর পক্ষে তাঁর হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

এদিকে তার বিদায় ঘিরে শুক্রবার সকাল থেকেই  চলে নানা আয়োজন। ইমামের বিদায়কে স্মরনীয় করতে এলাকার সহস্রাধিক মুসল্লীর দুপুরে ভোজের ব্যবস্থা করা হয়।

বিদায়কালে অবেগআপ্লুত কন্ঠে শেষবারের মতো এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন ইমাম আব্দুল মোতালেব। বর্তমানের ৭২ বয়সী ইমাম আব্দুল মোতালেব হোসেন ১৯৮৯ সালে কাচারী পাড়া মসজিদে ইমাম হিসাবে যোগদান করেন।

ইমাম আব্দুল মোতালেব বলেন, ৩৫ বছর ধরে ইমামতি করার সময় এলাকাবাসীর সহযোগীতা ভালোবাসা পেয়েছি। বিদায় বেলায় তাদের এমন সম্মান ভালোবাসার প্রকাশ আমাকে মুগ্ধ করেছে। এ সময় নিজের অজান্তে ঘটে যাওয়া ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমাও চান তিনি।

তার বিদায়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, শাহজাহান আলী শেখ, জয়েন উদ্দিন,আমিরুল ইসলাম সাগর, ইউসুফ আলী, আব্দুল আলিম ফকির, আব্দুল্লাহ শেখ প্রমুখ।

মসজিদ কমিটির সভাপতি আমজাদ হোসেন বলেন, ‘ইমাম ধর্মীয় নেতা। সেই ইমামদের যোগ্য সম্মান দিতে আমরা ভুলে যাচ্ছি। যে কারনে সমাজে ঘটছে নানা অবক্ষয়। বিদায় বেলায় তারা কাম্য সম্মানটুকুও পান না। তাদের এমন ব্যাতিক্রমী বিদায় অন্য মহল্লার জন্য অনুকরনীয়।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর