২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন এন্ডারসন

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৪

লর্ডসে সিরিজের প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ১১৪ রানে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। এ টেস্ট নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট, সে ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। আর জয় দিয়েই তার বিদায় রাঙালো ইংলিশরা।

ক্যারিয়ারের শেষ  টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে দ্বিতীয় ইনিংসে ৩২ রানে উইকেট শিকার করেন এন্ডারসন।  এ নিয়ে ১৮৮ টেস্টে ২৬ দশমিক ৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়েছেন তিনি।

ক্যারিয়ারে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ২শর বেশি ম্যাচ খেলেছেন এন্ডারসন। ১৯৪ ওয়ানডেতে ২৬৯ উইকেট এবং ১৯টি টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নিয়েছেন ডান-হাতি এ পেসার।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর