দেশে মুক্তি পেয়েছে শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা ‘আজব কারখানা’। এ সিনেমায় ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, মডেল শাবনাজ সাদিয়া ইমি ও দিলরুবা দোয়েল প্রমুখ অভিনয় করেছেন।
আজব কারখানা মূলত একজন রকস্টারের জীবনের গল্প ঘিরে নির্মাণ করেছেন পরিচালক। গ্রামবাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলা ধরার পাশাপাশি লোকশিল্পীদের জীবন-সংগ্রামের কাহিনিও দেখানো হয়েছে এ ছবিতে। ছবিতে রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত।
শুক্রবার (১২ জুলাই) থেকে দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এ সিনেমা। এর মধ্যে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্স, কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমা হল, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার হল রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল এ সিনেমা। ছবিটি বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। পাঁচটিতে পুরস্কারও জিতেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে