আন্দোলনরত শিক্ষার্থীদের নামে পুলিশের মামলা, অজ্ঞাতনামা আসামি অনেক

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় মামলা হয়েছে। শাহবাগ থানায় পুলিশ বাদির এ মামলায়  আসামি হিসেবেঅজ্ঞাতপরিচয় অনেক শিক্ষার্থীউল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) রাতে মামলাটি করেন রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান।

মামলায় আনা অভিযোগের সারাংশ হচ্ছে-  ১১ জুলাই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অজ্ঞাতপরিচয় ছাত্ররা জড়ো হয়।  সেখান থেকে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনি জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টির পাশাপাশি পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা দেন। তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এসময়  পুলিশ সদস্যদের মারধর করেন। এছাড়া বিএসএমএমইউয়ের পাশে রাখা এপিসি-২৫ ওয়াটার ক্যাননের চালককে গাড়ি থেকে জোর করে বের করার চেষ্টা গতিরোধ করেন। তারা যানবাহনটির সামনের দুইটি এসএস স্ট্যান্ড, বনাটের উপরে বাম পাশে রেডিও অ্যান্টেনা এবং ডান পাশের পেছনের চাকার মার্টগার্ড চলি এবং ওয়াটার ক্যাননের বাম পাশের লুকিং গ্লাস ভেঙে অনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর