ঢাকার মিরনজিল্লায় কয়েক দশক ধরে বসবাসকারী হরিজন সম্প্রদায়কে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদসহ সারা দেশে সংখ্যালঘুদের ভূমি দখল, অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে। শনিবার (১৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ।
আয়োজন সংগঠনের সভাপতি বিশ্বজিত সাধুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি স্বপন শীল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, মানবাধিকার কর্মী মাধব দত্ত, নাগরিক কমিটির আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার মিরনজিল্লায় হরিজনদের উৎখাত করে সেখানে মার্কেট নির্মাণ করে কোটি কোটি টাকার মালিক হবে সংশ্লিষ্টরা। হরিজনদের হয় পুনর্বাসন করতে হবে, অথবা জায়গা ফিরিয়ে দিতে হবে। না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে