বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের ওপর জোর দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। কারণ হিসেবে বলেছেন, কমিউনিটি ক্লিনিকে স্বাবলম্বী হতে পারলে ধীরে ধীরে উপজেলা ও জেলায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে।
শনিবার (১৩ জুলাই) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এ কথা বলেন। দেশে সরকারি হাসপাতালে চিকিৎসকের সংকট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ নিয়ে আমাদের একটা আইডিয়া হয়েছে। এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে। সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণের ক্ষেত্রে চিকিৎসক এবং কর্মচারীদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও জানান মন্ত্রী।
এ সময় দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ জাকারিয়া জাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এ বি এম আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে