কমিউনিটি ক্লিনিকের ওপর জোর দেওয়ার চেষ্টা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৪

বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিকের ওপর জোর দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। কারণ হিসেবে বলেছেন,  কমিউনিটি ক্লিনিকে স্বাবলম্বী হতে পারলে ধীরে ধীরে উপজেলা জেলায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে।

শনিবার (১৩ জুলাই) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে কথা বলেন। দেশে সরকারি হাসপাতালে চিকিৎসকের সংকট রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন,  এ নিয়ে আমাদের একটা আইডিয়া হয়েছে। এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে। সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণের ক্ষেত্রে চিকিৎসক এবং কর্মচারীদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও জানান মন্ত্রী।

সময় দিনাজপুর- (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ জাকারিয়া জাকা, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বি এম আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর