করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫৮৭,মৃত্যু ৩৪

২৬ মার্চ ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৫৮৭ জনের। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৩৪ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৮৫ জন। বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৭৯৭ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৯ হাজার ৮৯৪ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৪।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৩২৪টি,পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৫টি। শনাক্তের হার ১৩ দশমিক ২৬। মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৯ জন। বিভাগভিত্তিক ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে তিন জন; খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে রয়েছেন একজন করে। ৩৩ জন হাসপাতালে আর বাড়িতে মারা গেছেন একজন।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর