সাতক্ষীরার আশাশুনিতে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় রেজাউল সানা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। রোববার(১৪ জুলাই) সকালে কোদন্ডা আমতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল সানা উপজেলার সদর ইউনিয়নের আদালত পুর গ্রামের আনসার সোনার ছেলে।
এদিকে দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে চাপড়া ব্রিজ এলাকায় বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে। এ সময় ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, রেজাউল সানা দুর্গাপুর থেকে বাইসাইকেলে নিজের বাড়িতে যাচ্ছিলেন। কোদন্ডা এলাকায় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয। এতে পড়ে গিয়ে আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানা, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে