বিএনপির আমলে প্রশ্নফাঁস বা অনিয়ম শুরু হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশ্নফাঁসে যখন ধরা পড়ছে, তখন তদন্ত ও বিচার হবে। যারা সুবিধাভোগী, তাদের খুঁজে বের করা গেলে ব্যবস্থা নেব। চাকরি করার অধিকার থাকবে না তাদের।
রোববার (১৪ জুলাই) বিকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সরকার বাসভবন গণভবনে হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০২/৩ সালে চব্বিশ বিসিএস পরীক্ষা হয়েছিল। তখন বিএনপির আমলে যত চাকরি হতো, হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো, সে তালিকায় থাকাদের চাকরি হতো।
শেখ হাসিনা জানান, আমরা সরকারে আসার পর ২০০৯ সাল থেকে এগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিলাম। এর সঙ্গে জড়িতদের সরিয়ে দেওয়া হয়। কিন্তু ২০১৮- এর পরে এ গ্রুপটা কী করে যেন জায়গা করে ফেলে আবার। এখন ধরা পড়েছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, অন্যায়-অবিচার যারা করবে, তাদেরকে আমরা ধরবোই। তাদেরকে ধরতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে