২ বিলিয়ন ডলার অনুদান-ঋণ দেবে চীন

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৪

অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেবে চীন।  রোববার (১৪ জুলাই)  সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধানমন্ত্রী শেখ হাসনা।

তিন দিনের চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে এ সহায়তা দিতে সম্মত হয় চীন। বৈঠকের পর দুই দেশ ২১টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়।

চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি ছিয়াংয়ের আমন্ত্রণে গত থেকে ১০ জুলাই চীন সফর করেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর