২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্য জাতীয় সংসদের অধিবেশন ডাকার দাবি জানানোর পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ দেখতে চেয়েছেন তারা।

রাষ্ট্রপতিকে দেওয়া স্মারকলিপিতে এ সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সরকার কোনো সিদ্ধান্তে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) রাজধানী ঢাকার গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় আল্টিমেটাম দেওয়ার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসের শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ব্যানারে রাস্তায় আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আরও বলেন, বলেন, আমরা আমাদের এক দফা দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধিবেশন ডাকার দাবি জানিয়েছি। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরও বলেন,  রাজধানীর শাহবাগ থানায় কোটাবিরোধীদের নামে করা মামলা প্রত্যাহারে পূর্বে দেওয়া আল্টিমেটামের ২৪ ঘণ্টার সঙ্গে আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে দিয়েছি আমরা। এর মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি নিয়ে সবাইকে জবাবদিহি করতে বাধ্য করা হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর