পতনের মুখে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৪

ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। তাদের অধিকৃত অঞ্চলে ৭৭ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। চলতি বছরের শেষ নাগাদ ৬০ হাজার ইসরাইলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে।

সম্প্রতি সংবাদমাধ্যম মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন ইসরাইলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআইয়ের নির্বাহী পরিচালক (সিইও) ইওয়েল আমির।

খবর অনুযায়ী, যুদ্ধের প্রভাব এরই মধ্যে ৪৬ হাজার ইসরাইলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫ হাজার ছিল ছোট আকারের। এসব প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচজন কর্মচারী দিয়ে পরিচালিত হত।

এদিকে মেহের নিউজ তাদের খবরে জানিয়েছে, গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি সেবা খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে।

ইসরাইলি কোম্পানিগুলোতে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন কারিগরী সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধকবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচের মতো বিষয়ে খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।

অপরদিকে ইসরাইলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, দখলকৃত ভূখণ্ডে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেক ড্রোন হামলা স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধিতে লেবাননের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ ইসরাইলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইয়েমেনি সামরিক বাহিনী হুথিদের নৌ-অভিযান ইসরাইলের অর্থনীতি ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হুথিদের হামলার প্রভাবে দেশটির প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর