এবারের কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। তবে ফাইনাল ম্যাচে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে আর্জেন্টিনাকে। খেলার ৭৪ মিনিটে কোন দলই গোলপোস্টের জালে বল ঢুকাতে পারেনি। নির্ধারতি সময় ফলাফল ও গোলশূণ্য ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। আর ১১২ মিনিটে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে দেন লাউতারো মার্টিনেজ।
ফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল চরম নাটকীয়তা। দর্শকদের চরম বিশৃঙ্খলার কারণে নির্ধারতি সময়ের ১ ঘণ্টা ১০ মিনিট পর খেলা শুরু হয়। শুরু থেকেই মাঠ দাপিয়েছে কলম্বিয়া। কম যায়নি আর্জেন্টিনাও। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। তার বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেস ম্যাচের ৭৫ মিনিটে একটি বল কলম্বিয়ার জালে জড়ায়। কিন্তু অফসাইডের কারণে সেটা বাতিল হয়। দ্বিতীয়ার্ধেও শেষ হয় কোনো গোল ছাড়াই। শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। এ সময়েও আর্জেন্টিনার উপর ছড়ি ঘুরিয়েছে কলম্বিয়াই। একের পর এক আক্রমণ এনেছে আলবিসেলেস্তেদের রক্ষণভাগে। প্রতিপক্ষের আক্রমণ সামলে স্কালোনির শিষ্যরাও গোলের লক্ষ্যে মরিয়া হয়েই লড়াই করেছে। এভাবে চলছিল খেলা। অতপর ১১২ মিনিটে ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারোকে। সেই বল নিয়ে বক্সের মধ্যে এ ফরোয়ার্ড ঢুকে পড়েন। তার সামনে তখন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। এ অবস্থায় তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান মার্টিনেজ। এ গোলেই আর্জেন্টিনার নিশ্চিত হয় কোপা আমেরিকা শিরোপা জয়।
বিডি২৪অনলাইন/এস/এমকে