পঞ্চগড়ে ঘুষ লেনদেন সংক্রান্ত একটি মামলায় এক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ তিনজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুলাই) দুপুরে বোদা আমলি আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
ওই তিনজন হলেন- পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কামাতকুঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও একই বিদ্যালয়ের পরিচালনার কমিটির সদস্য সহিদুল ইসলাম ও একরামুল।
মামলাটির বাদীর আইনজীবি শংকর চন্দ্র রায় জানান, ওই বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার নামে অভিযুক্তরা আট লাখ টাকা নেন। দফায় দফায় এ টাকার লেনদেন সংক্রান্ত অঙ্গীকারনামা আছে। কিন্তু পরে চাকরি হয়নি, এমনকি সেই টাকাও ফেরত পায়নি ভুক্তভোগী সুবাশ চন্দ্র। তাই বিচার চেয়ে আদালতে তাদের নামে মামলা করেন তিনি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে