ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) বেলার ৩টার পর থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে  রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকিস্টিক, স্ট্যাম্প দেখা গেছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হলের ছাত্রলীগের নেতাকর্মীদের বাইরে মহানগর উত্তর দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারাও ছিল বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর