পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাত প্রতিরোধের উদ্দেশ্যে নাটোরের গুরুদাসপুরে ৪শ’ তালগাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা থেকে নামোচড়া গ্রামীণ সড়কের দুইধারে এ চারা রোপণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ চারা রোপন করা হয়।
এদিকে একই দিন উপজেলা পরিষদ চত্তরে ১৩ জনকে সরকারের তহবিল থেকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী,ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার,সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নার,উপজেলা প্রকৌশলী মিলন মিয়া,বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে