বজ্রপাত প্রতিরোধে গুরুদাসপুরে চারশ’ তালগাছের চারা রোপণ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪

পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধের উদ্দেশ্যে নাটোরের গুরুদাসপুরে ৪শ’ তালগাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা থেকে নামোচড়া গ্রামীণ সড়কের দুইধারে এ চারা রোপণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চারা রোপন করা হয়।

এদিকে একই দিন উপজেলা পরিষদ চত্তরে  ১৩ জনকে সরকারের তহবিল থেকে এক বান্ডিল ঢেউটিন তিন হাজার করে টাকা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী,ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার,সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, দুর্যোগ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নার,উপজেলা প্রকৌশলী মিলন মিয়া,বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা উপস্থিত ছিলেন।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর