ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির পর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে টানা আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতোদিন কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করে আসছিল। কিন্তু সোমবার তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া ও পাল্টা ধাওয়া ঘটে। এরপরই সহিংসতায় রূপ নেয় আন্দোলন। আন্দোলন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে