দুর্নীতির সঙ্গে যারা জড়িত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে সরকার প্রধান আরও বলেছেন, সরকারের বদনাম হবে কি না, সেটা কেয়ার করি না। সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষ কল্যাণে কাজ করে সেই ব্যবস্থাটা নিতে চাই। সেই পদক্ষেপটা নিয়েছি, কোনো মতেই দুর্নীতিকে প্রশ্রয় দেব না।
২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর’ এবং ‘শুদ্ধাচার পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। সোমবার (জুলাই ১৫) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
দুর্নীতি বিষয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যেখানে কোনো অনিয়ম দেখা দেবে, যথাযথ ব্যবস্থা নেবেন। অবশ্যই এখন দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছি আমরা। দুর্নীতি ধরতে যাওয়ার পরে সরকারের ওপর দায় চাপিয়ে দেওয়া হয়— এটা আমরা বিশ্বাস করি না।
পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়েও কর্মকর্তাদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, পত্র-পত্রিকা কী লিখল সেটা দেখে নার্ভাস হওয়ার, ঘাবড়াবারও কিছু নেই। দেখবেন সংবাদের কোনো সত্যতা আছে কি না? না থাকলে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন। পড়ারও দরকার নেই। লক্ষ্য বাস্তবায়নে নিজের আত্মবিশ্বাস ও বিবেক বিবেচনা দিয়ে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী নিজেও অনেক পত্রিকা পড়েন বলে জানান। বলেন, কেন পড়ব? দেশটা আমার, দেশকে ভালোভাবে চিনি, জানি।
বিডি২৪অনলাইন/এন/এমকে