ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি বৈঠক, ৫ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জরুরি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কমিটি। সোমবার (১৫ জুলাই)  ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ উদ্ভুত পরিস্থিতিতে এ বৈঠক হয়। বৈঠকে সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকাসহ ৫ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক . এস এম মাকসুদ কামাল।  বৈঠকে গৃহীত বাকি সিদ্ধান্তের মধ্যে রয়েছে- হলগুলোতে  কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না; শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন;  শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে প্রাধ্যক্ষ আবাসিক শিক্ষকরা সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যে কোনো ধরনের গুজব অপপ্রচার থেকে বিরত থাকতে হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর