ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই ২০২৪

দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইস্যুতে বাংলাদেশে কী ঘটছে, সেটাও পর্যবেক্ষণ করছে দেশটি।

নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিষয়টি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকের প্রশ্নটি ছিল- সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের পক্ষে এবং কোটা বাতিলের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী তাদেরহুমকি’ দেওয়ার পরই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ আন্দোলনরতদের ওপর হামলা করেছে। এতে প্রায় ৫০০ শিক্ষার্থী আহত হয়েছে।  আহত শিক্ষার্থীদের মধ্যে যারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছিল হাসপাতালের ভেতরে ঢুকে তাদের ওপরও হামলা চালিয়েছে ছাত্রলীগ। চলমান ব্যাপক বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র  বলেন, রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত রয়েছে। হামলায় শত শত মানুষ আহত দুজন নিহত হয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করছি আমরা।

মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য ভিত্তি বলেও উল্লেখ করেন মুখপাত্র। জানান, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা করি। সহিংসতার শিকার ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ম্যাথিউ মিলার।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর