সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহসভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন প্রমূখ।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে