আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ  হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

ঘন্টাব্যাপী মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন,  পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহসভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সহসভাপতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়াবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এটিএম সারওয়ার হোসেন প্রমূখ।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর