ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৬) তাদের আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ শুরু হয়, যা মঙ্গলবারেও অব্যাহত আছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বিজিবি মোতায়েনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।   এদিকে  শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম রংপুরে ছাত্রলীগ পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে জন নিহত হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর