মন্তব্য
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৬) তাদের আন্দোলন চলাকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ শুরু হয়, যা মঙ্গলবারেও অব্যাহত আছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বিজিবি মোতায়েনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে