“সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে”

পঞ্চগড় প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা সমস্বরে স্লোগান দেয়-  ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। সারা বাংলায় খবর দে,কোটা প্রথা কবর দে।”

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়। সেখান থেকে শিল্পকলা একাডেমির সামনে গেলে মিছিলে বাঁধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষ বাকবিতন্ডায় জড়ায়। এক পযায়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে বাধা থেকে সরে দাঁড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে মিছিল শেষে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ওদিকে প্রতিবাদ মিছিল বের করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর