ডাকাতদের লিডার রিয়াজুল গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪

সাতক্ষীরার তালা উপজেলায় ডাকাত দল রিয়াজুল বাহিনীর প্রধান রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোর রাতে তাকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রিয়াজুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা এলাকার  মৃত বাছতুল্লাহ মোড়ল ছেলে।  র‌্যাব- ৬ এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, একযুগেরও বেশি সময় তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল রিয়াজুল বাহিনী। তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী আয়ত্তে রাখাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে আত্মগোপনে থেকে তার দলের সদস্যদের নিয়ে অপরাধ করে আসছিল।

সাতক্ষীরা  র‌্যাব- কোম্পানি কামান্ডার এস. পি ফয়সাল জানান, সম্প্রতি সংঘঠিত চুরি-ডাকাতি ঘটনায় সম্পৃক্ততা থাকায় তাদের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় রিয়াজুল ইসলামকে গ্রেফতার করে। তাকে তালা থানায় হস্তান্তর করা হয়।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর