আশুরার কারণে বুধবার কর্মসূচি নেই কোটা সংস্কার আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৪

বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা। তাই  এদিন কোনো কর্মসূচি নেই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সারা দেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

 

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) আন্দোলন চলাকালে  দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানায়  শিক্ষা মন্ত্রণালয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর