কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী নাইরোবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। বিক্ষোভকালে রাজধানীর দোকানপাট ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দেশজুড়ে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত একজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।
গত মাসে কর বৃদ্ধি সংক্রান্ত নতুন একটি বিল পাসের পর বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ভয়াবহ রূপ নিলে দেশটির প্রেসিডেন্ট বিতর্কিত সেই বিল প্রত্যাহার করে নেন। পরিস্থিতি সামাল নিতে গত সপ্তাহে প্রেসিডেন্ট রুটো সংলাপের আহ্বান জানিয়েছিলেন। এছাড়া সরকারের পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন তিনি। কিন্তু বিক্ষোভকারীদের অনেকে সরকারের সাথে সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করেন। সাম্প্রতিক সহিংসতায় কয়েকজনের প্রাণহানি, অপশাসন, দুর্নীতি ও পুলিশের জবাবদিহিতা না থাকায় সরকারের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ করছেন সে দেশের মানুষ।
বিডি২৪অনলান/আই/এমকে