পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাসেল হোসেন (১৩) ও ফারজানা ইয়াসমিন (১৫) নামে স্কুল পড়ুয়া সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। এছাড়া তাদের মা গুরুত্বর আহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে একদন্ত ইউনিয়নের নরজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাসেল হোসেন ও ফারজানা ইয়াসমিন হচ্ছে ওই গ্রামের বাসিন্দা মো. জাহিদুল ইসলামের ছেলে-মেয়ে। এদের মধ্যে ফারজানা একদন্ত উচ্চ বিদ্যালয়ের দশম ও ও রাসেল একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রণির শিক্ষার্থী ছিল। তাদের মা রাজেদা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন আলাল জানান, বুধবার পবিত্র আশুরা উপলক্ষ্যে তাঁত শ্রমিকদের ছুটি রয়েছে। এদিকে রাসেল সেই তাঁতের মেশিন চালাতে যায়। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে আটকে পড়ে। তাকে উদ্ধার করতে বড়বোন ফারজানা এগিয়ে গেলে সে বিদ্যুতায়িত হয়। তাদের দু'জনকে উদ্ধার করতে তাদের মা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্টে আহত হন। রাসেল ও ফারজানা ঘটনাস্থলেই মারা যায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পাওয়ারলুম তাঁত চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে