কোটা সংস্কার, আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যা, ছাত্রলীগের হামলার বিচার ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বুধবার (১৭ জুলাই) বিকালে শহরের বকুলতলা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সদর সার্কেল অফিসের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,সাংগঠনিক সম্পাদক জুয়েল নেতৃত্ব দেন। অপরদিকে জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম রাসেল, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিল শেষে প্রাণি সম্পদ অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিশু ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, জেলা ছাত্রদলের রাজু ইসলাম, শাহজাহান,মামুন, জুবায়ের সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের গায়েবানা জানাজা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে