২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৪

বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি মোতায়েনের বিষয়টি সংবাদ মাধ্যমেক নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এর আগে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মে দাঁড়িয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শাটডাউন ঘোষণার বিবৃতিতে বলা হয়, কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর